
Description
আর্য বা দ্রাবিড় নামে কোনো জাতি, গোষ্ঠী বা কৌম কোনো কালেই কোনো দেশে
কস্মিনকালে ছিল না। ভারত তথা বাংলায় আদিকাল থেকে আছে অসুর জাতি ।
তারপর আসে মু
ন্ডা জাতি। আমরা আজ বাংলায় বাবা, ভাই ইত্যাদি পরিচয়বাচক
শব্দ ব্যবহার করি এমনকী জল থেকে শুরু করে প্রাণধারণের জন্য যেসব শব্দ
বলি সবই অসুর জাতির আসুরিয় ভাষার শব্দ। আমাদের আদি পু
রুষ হল অসুর
জাতির। অন্য কোনোজাতির সঙ্গে না মিশে এখনও অসুর জাতির অনেকে স্বাতন্ত্র্য
বজায় রেখে চলেছেন। সেই তাঁহাদের কথা ।

Asur Jati Ajo Ache (SHAMIK SWAPAN GHOSH )