
আমরা, বেশিরভাগ মানুষ জীবনটাকে কাটিয়ে দিই। কিন্তু কিছু মানুষ থাকেন
যারাজীবনকে দেখে, শুনে, বুঝে, মেপে নেন। কুশল এবং ঋত্বিক আমার দুই
সুহৃদ দ্বিতীয় শ্রেণীতে পরেন।
ছোটবেলার চোঙওয়ালা জিনিষটার কথা মনে পড়ে। তাতেচোখ রাখলে হরেক
করমের রঙীন নক়্শা দেখতে পেতাম। চোঙওয়ালা জিনিষটা ঘোরালেই ভাঙা
রঙীন কাঁচের চুড়ি জুড়ে জুড়ে তৈরী হত সেই সব নক়্শা। কি আশ্চর্যভাঙা
জিনিষও জুড়ে এত সুন্দর নক়্শা তৈরী হয়? ক্যালাইডোস্কোপ। কুশল এবংঋত্বিক
সেই ক্যালাইডোস্কোপের মধ্যে দিয়েই জীবনকে দেখে। আর ঘুরিয়ে ঘুরিয়েতৈরী
হয় ‘রোচনামচা’ আর ‘ঘু
মন্তকাল’।
দুইয়ে মিলে
ঘু
ম যায় রোজ, ঘু
মন্তকালের রোজনামচা।
