
মালয় আজও ভারতীয় আধ্যা ত্মবাদের পীঠস্থা ন। আর এক অদ্ভুত রহস্যে র হাতছানি । হি মালয় এক অনন্ত রহস্য যার খ�ো ঁজও অনন্ত— অসীম।
জ্ঞা নগঞ্জ, মহাবতার বাবাজি , ইয়েতি , পাগলা মধু, ব� ৌদ্ধদ ের রহস্যময় মন্ত্র “ওম মণি পদ্মে হুম”, শে রপাদের গ্রা ম খুমজুং, রূপকুণ্ডে র রহস্যময় ‘কঙ্কা ল হ্রদ’, রহস্যে ঘে রা আলে কজাণ্ডারে র বংশধরদের গ্রা ম মানালা থে কে মহাভারতে র সে ই ‘স্বর্গে র সি ঁড়ি’— হি মালয়ে একদশক ধরে এসবে রই খ�ো ঁজ করেছ েন লে খক। দীর্ঘ একযুগে রও বেশি গবে ষণার ফসল— “রহস্যে ঘে রা হি মালয়”।