![Mithushilay Hattogol [Pabitra Chakraborty]](files/MITHUSHILAI-HATTAGOL-F.jpg)
১২৪০০ আলোকবর্ষ পেরিয়ে পৌঁছতে হয় মিথুশিলা নামক গ্রহে। ১৪ বিলিয়ন বছর প্রাচীন এই গ্রহে অ্যাটলাস থাকে। ফানেলের মতো দেখতে মহাকাশযানে চড়লেই হুহু করে টানতে থাকে ওপরের দিকে। ওখানকার একচোখো বাসিন্দাদের ভাষা বোঝা ভারি মুশকিল। তবে মজার কথা হল, মাইনাস ২১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়া সত্ত্বেও ঠান্ডার লেশমাত্র নেই সেই গ্রহে।
ডাঃ চিন্তামণি পাকড়াশি ওরফে হরিদা, গভীর মনোযোগ দিয়ে গবেষণা করে চলেছেন। হরিদা কিন্তু সেই বাসিন্দাদের মুখে ফুটিয়েছেন ‘চিন্তামণি’ ভাষা।
কী করেননি হরিদা? সৌরজগতে দুর্ঘটনায় মৃত মানুষদের মিউজিয়ম বানানো থেকে শুরু করে দুর্গাপুজো মায় বইমেলা পর্যন্ত করেছেন সেই মিথুশিলার মাটিতে!!
অবিবাহিত ভবঘুরে স্বভাবের এই মানুষটির গবেষণায় উঠে আসছে আজ থেকে ৫০-৬০ বছর বাদে পৃথিবী এবং মিথুশিলার হাল-হকিকৎ।