![UPANYAS SAMAGRA [Taradas Bandyopadhyay]](files/kdjhfkdj.png)
তারাদাস বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুসারে তাঁর সমস্ত উপন্যাসগুলি নিয়ে একত্রে একটি অমনিবাস গ্রন্থ প্রকাশ করার কথা ছিল প্রথমে। কিন্তু তাঁর আকস্মিক প্রয়াণে সেই ইচ্ছারই বিষণ্ন রূপদান এই ‘উপন্যাস সমগ্র’। এই গ্রন্থের ভূমিকা লিখে দিয়েছেন অধ্যাপক অরুণকুমার বসু। লেখকপত্নী মিত্রা বন্দ্যোপাধ্যায় ও তাঁদের দুই পুত্র লেখক সম্পর্কে স্মৃতিচারণ করে বইটির মর্যাদা বৃদ্ধি করেছেন। ‘সপ্তর্ষির আলো’, ‘কক্ষপথ’, ‘বন্ধু, রহো রহো’, ‘কাল নিরবধি’, ‘কাজল’, ‘তৃতীয় পুরুষ’, ‘অলাতচক্র’ - এই সাতটি উপন্যাসের একত্র সংকলন এই ‘উপন্যাস সমগ্র’।