
বীরভূম! নামটি মনে এলেই আধুনিক শিক্ষিত মানুষদের মনে প্রথমেই আসে যে কথাটি সেটি হলো, রবীন্দ্রনাথের কর্মভূমি ‘শান্তিনিকেতন’। একশো বছর ধরে মননশীল বাঙালির তীর্থস্থান। এর বাইরে এক শ্রেণির বাঙালি খোঁজ নিয়েছে বাউল সম্প্রদায়ের। যদিও যত মানুষ বাউলদের গান শুনেছেন তাদের সামান্য অংশই বাউল সাধনতত্ত্বের সন্ধান করেছেন। সে বড়ো জটিল কথা, গুটিতে কয়েকজন তার কথা জানতে চায়।
আর একদল মানুষ আসেন। আসেন শক্তিপীঠগুলিতে মায়ের পুজো দিতে। তারাপীঠ, কঙ্কালিতলা, ফুল্লরাতে অধিকাংশ লোকেরা এলেও কেউ কেউ নন্দীকেশ্বরী, নলহাটেশ্বরী দর্শনেও আসেন। কেউ কেউ আবার মারণ, বশীকরণের ক্ষমতাসম্পন্ন তান্ত্রিকদের খোঁজও করেন এসে। আর একদল যান জয়দেব-কেঁদুলির মেলায়।
কিন্তু বীরভূম কেবল এটুকু নয়, কয়েক হাজার বছর ধরে এই জেলার মাটিতে জড়িয়ে আছে অনেক হারিয়ে যাওয়া ইতিহাস। সবমিলিয়ে বীরভূম এক জমজমাট ক্ষেত্র। অজস্র লোককথার মধ্য থেকে উনিশটি কাহিনি নিয়ে আমরা সাজিয়েছি এই গ্রন্থ। প্রখ্যাত গবেষক রজত পালের কলমে ‘উনবিংশতি মিথ: বীরভূম পর্ব’।