![Tomader Buker Vetor Thaka Gram [Hirak Roy Chowdhury]](files/TomaderBukerVetorThakaGram.jpg)
এই বইয়ের কবিতারা এক অদ্ভুত সময়ে হাত থেকে বেরিয়ে এসেছে, যে সময়ে মানুষ একা হয়ে যায়; একাকী নির্জন দ্বীপের মধ্যে হেঁটে চলে বেড়ায়, একা রাত কাটায় জনমানবশূন্য পাহাড়ের কোলের ভাড়াবাড়িতে, প্রতিবেশীহীন নির্বান্ধব ঘরে ভোরের বেলা কান পেতে পায়রার একটানা ডাক শোনে আর সারাদিনের পরিশ্রমের শেষে রাতে ঘরে ফিরে এক অলীক গ্রহের সাথে চিন্তার বিনিময় ক’রে তাকে নামিয়ে আনে পৃথিবীর মাটিতে, তার সমস্ত চরিত্রদের অনস্তিত্বের ওপর রক্তমাংসের আবরণ দেওয়ার চেষ্টা করে৷ সারাদিনের দেখাশোনা এই রূপায়ণের ক্ষেত্রে অবশ্যই সহায়ক হয়৷
এখানে কবি কখনও বড়ো হচ্ছে, কখনও ভারহীন হওয়ার চেষ্টা করছে, কখনও খুব ছোটো হচ্ছে যেন বা মাটিতে মিশে যাচ্ছে একেবারে৷ অন্ধকার হাতড়ে হাতড়ে লিঙ্গ, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষ খোঁজার চেষ্টা করছে, যে নির্জনতায় সঙ্গ দেবে, কখনওবা নিজের থেকে আত্মাকে বিযুক্ত করার চেষ্টা করছে৷ এই সমস্ত চলাচলের মধ্য দিয়েই এ কবিতাগুলির সৃষ্টি৷ তাই এখানে, এই বইয়ে ভালোবাসা, ভালোলাগা, হঠাৎ ঘৃণায় নীল হয়ে যাওয়া, ডুবে যাওয়া, ভেসে ওঠা, শোক এবং মুক্তির চিন্তাকে কবি কিছুতেই অস্বীকার করতে পারেনি৷