
বায়োস্কোপ বললেই সেই ছোট্টবেলায় মেলায় দেখা কাঠের বাক্সগুলোর কথা মনে পড়ে, যেখানে চোখ লাগালেই একের পর এক বদলে যায় ছবি! সে যেন এক অবাক দুনিয়া! আজকাল ওটিটি প্ল্যাটফর্মের যুগে এসব বায়োস্কোপের কথা বড়ই বেমানান। জীবন এগিয়ে চলেছে ভীষণ দ্রুতগতিতে।
তবু এরই মাঝে যদি কারোর জীবনের ছবিটা একটু অন্যরকম হয়, তাহলে তাদের নিয়েই হয় বায়োস্কোপ। এই বইতে এমন তিনটি ছবি তুলে ধরার চেষ্টা হয়েছে, যা অনেকের ভিড়ে মিশে থেকেও একটু আলাদা।
বৃত্তের বাইরে, তবু মনে রেখো আর সেতু - এই তিনটি উপন্যাসের মূল বিষয়বস্তুতে মিল কোথায় বলুন তো? এই তিনটি উপন্যাসেরই ভিত্তি হলো বন্ধুত্ব এবং প্রেম!
না, এখানে কোনো গভীর জ্ঞানের বিষয় নেই, এখানে আছে এক তৃপ্তির সমাপ্তি !