![Tantriker Atmakatha [Somabrata Sarkar]](files/TantrikerAtmakatha.jpg)
দীর্ঘ সাধন্য ও হাজার বছরের পুরনো শাস্ত্র অধ্যয়ন করে প্রবীণ তান্ত্রিকেরা নানান অলৌকিক কান্ড ঘটাতে পারেন। এঁদের অনেকেই বেশ দীর্ঘ আয়ুর- একশো, একশো পঁচিশ পেরোনো প্রবৃদ্ধ, অতীন্দ্রিয় জগতের অধিবাসী। কেউ ডাকসিদ্ধ, যক্ষিণীবিদ্যা জানেন। শব সাধনা, চিতা সাধনা করেন। আত্মাকর্ষণী, যোগিনী ও ডাকিনী সিদ্ধির সাহায্যে যে কোনও মানুষের মনের আনাচ কানাচে থাকা জমা গোপন তুলে আনতে সক্ষম। কারও রয়েছে গুটিকাসিদ্ধি দেহকে হালকা করে নিমেষে অদৃশ্য হতে পারেন। মানুষের সমস্যা, রোগ ব্যাধি, দুর্বিপাকে এঁদের মন্ত্রসিদ্ধি, তন্ত্রসিদ্ধি-মারণ, উচাটন বশীকরণ ধন্বন্তরীর মতোই কাজ করে। লোকচক্ষুর আড়াল নেওয়া গোটা ভারতভূমির তান্ত্রিকদের সাধক জীবন, সাধনা, প্রকৃতি, আচার আচরণ, পুজো হোম ক্রিয়া, শব্দবিদ্যা, পথ্যাপথ্য, পারদ চিকিৎসা, আয়ুর্বেদ চিকিৎসা সহ নানান সহ গুহা তান্ত্রিক ক্রিয়া পদ্ধতির কথা এঁরা নিজেরাই বলেছেন- তান্ত্রিকের আত্মকথায়।