
বাংলা সাহিত্যে নারীকে নিয়ে আজ পর্যন্ত যত কিছু লিখিত হয়েছে তার একটি সুনির্বাচিত সংকলন এই গ্রন্থ। এই সব রচনার মধ্য দিয়ে নারীর নানারূপ ফুটে উঠেছে। মনে রাখা দরকার, একদা সাহিত্য রচনা ছিল মূলত পুরুষদেরই, যেহেতু শিক্ষার অভাবে নারীরা সাহিত্যকর্মে অনেককাল পর্যন্ত অংশগ্রহণ করতে পারেনি। পুরুষদের চোখ দিয়ে দেখা নারীরাই বহুদিন পর্যন্ত মূর্ত হয়ে উঠেছিল সাহিত্যে। কিন্তু এই সংকলনের বিশেষত্ব এখানেই যে নারীকে নিয়ে লেখা নারীদের রচনাও এখানে স্থান পেয়েছে। ফলত, পুরুষের চোখ দিয়ে দেখা নারী ও নারীর চোখ দিয়ে দেখা নারী-দুই-ই চিত্রিত হওয়ায় নারীকে সম্পূর্ণভাবে জানার এক সম্ভাবনা তৈরি করতে পেরেছে এই বই। সেই কবেকার চর্যাগীতি, বৈষ্ণবপদাবলি থেকে শুরু ক’রে হাল আমলের জয় গোস্বামী-মল্লিকা সেনগুপ্ত-নাসিমা সেলিম-ব্রাত্য রাইসুর রচনার সংকলন গ্রন্থটিকে এমন এক উচ্চতা দিয়েছে যার তুলনা প্রায় নেই বললেই চলে। সংকলিত রচনাগুলির পর্ববিভাজনে সম্পাদিকা শাহীন আখতার তাঁর সৃষ্টিশীল মনের পরিচয় দিয়েছেন। আশা করা যায়, ভবিষ্যতে পুরুষ ও নারীর একে অপরের প্রতি মুক্ত, স্বচ্ছ, স্বাভাবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ব্যাপারে এই অসামান্য গ্রন্থটির বিশেষ একটি ভূমিকা থেকে যাবে।