Description
সময়ের সাথে এগিয়ে চলে জীবন স্রোত। সেই স্রোতের উপাদানরূপে থেকে যায় কিছু মুহূর্ত, কিছু যাপন। একেকটা সময়কাল পেরিয়ে যত বেশি বৃদ্ধ হওয়া যায়, শব্দের কল্যাণে তার চেয়ে কয়েকগুণ বেশি ঋদ্ধ হওয়াও স্বাভাবিক। শব্দের টাইম মেশিনে চড়ে পৌঁছে যাওয়া যায় ইতিহাসের বহু অজানা সময়ের মাঝে। যা, কিছুমাত্র ধূলিকণা সরানোর প্রয়াস ছাড়া কিছুই নয়। সেই ভাবনা থেকেই দ্বিমাসিক কচি পাতার নিবেদন বিশেষ ইতিহাস ভিত্তিক সংখ্যা “স্মরণেষু”।

Smaraneshu