![Shaktirupena [Somabrata Sarkar]](files/Shaktirupeno.jpg)
অতিপ্রাকৃত! অদ্ভুত! অবর্ণনীয়!
জীবন ছেনে ভারতবর্ষ জোড়া গোপন বিদ্যার কথা অকপটে লিখেছেন সোমব্রত সরকার। সরেজমিনে ঘুরে দেখেছেন সাতনার জঙ্গলে শ্রী বিদ্যা ও মধু বিদ্যার অনুশীলন। বিস্মিত হয়েছেন কোঁকাপুর শ্মশানে উচাটন সিদ্ধা মাইকে দেখে যিনি বছরজুড়ে পরে থাকেন লড়াকু ভেড়ার লোম দিয়ে বানানো সেলাই বিহীন কোট। গুপ্তকাশী থেকে নালাচাটি কাক পোড়া ছাইয়ের সঙ্গে কষকালি মিশিয়ে ধুমাবতী যন্ত্র আঁকার প্রয়োগ, লামা তান্ত্রিকদের সবুজ তারা পূজা পদ্ধতি, বুটন সম্প্রদায়ের দেহ বদল বিদ্যা ইত্যাদি গুহ্য বিষয় লেখকের কলমে পড়তে পড়তে বিস্মিত হবেন চমকে উঠবেন পাঠক পাঠিকারা! সন্ধান পাবেন দেশজোড়া মহা মূল্যবান সম্পদের সঞ্চয় দশ মহাবিদ্যার সাধকদের উপাখ্যান।