
যেসব কথা ব্যাখ্যাযোগ্য নয়, কোনও গতানুগতিক ভাবনার তোয়াক্কা করে না, নির্বিবাদী ভাবনাগুলোকে আঘাত করে চলে অনবরত, তাই হলো কবিতা। সবুজপত্রের বন্দরে যে লেখা শুরু হয়েছিল, তার ধ্বনিসমগ্রের বিস্তারে তথা নির্মাণে সহায়ক হয়েছে একাধিক বাণিজ্যিক পত্রিকাও। পশ্চিমবঙ্গ সরকারের কবিতা উৎসবেও যিনি পরিচিত নাম, কবিতা জগতে তিনি অজ্ঞাতবোধের উপাসক, খুঁজে চলেছেন আকাশের প্রতিধ্বনি...
কচি পাতা প্রকাশন থেকে প্রকাশিত হতে চলেছে সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জীর কবিতার বই "সন্ধ্যা নামছে চাঁদে"