



পুস্তক পরিচিতি
‘স’-এর কী মাহাত্ম্য! বাঙলা ভাষার নিজস্ব সৌন্দর্যে ‘স’ দিয়ে ‘সমাজ’, ‘সংস্কৃতি’, ‘সাহিত্য’, ‘সিনেমা’--- এমন কত আন্তঃসম্পর্কযুক্ত শব্দ। সর্বোপরি ‘সারস্বত সাধনা’-র ‘সারস্বত’ এবং ‘সাধনা’, দুটি শব্দই ‘স’ দিয়ে। আর এই সবকিছু যার মাঝে প্রতিবিম্বিত এবং ফলত পরিলক্ষিত, সেই সত্যজিৎ রায়ের নামটিও ‘স’ দিয়েই। আশ্চর্য সমাপতন!
সত্যজিৎ রায়ের কীর্তি-বৈভব পশ্চিমবঙ্গ ছাড়িয়ে জাতীয় প্রেক্ষাপট অতিক্রম করে আন্তর্জাতিক দিগন্তে বিস্তৃত। তারই প্রতিফলন খুঁজে পাওয়ার চেষ্টায় এই সংকলন। এতে সিনেমার সত্যজিৎ তো আছেনই, আর আছে সাহিত্যে, সঙ্গীতে, বিজ্ঞানভাবনায় এবং বিজ্ঞাপনী সৃষ্টিতে তাঁর অনায়াস পদচারণের আখ্যান।