![Rama Sarkhel [Sadhan Chattopadhyay]](files/Rama-Sarkhel-Front.jpg)
![Rama Sarkhel [Sadhan Chattopadhyay]](files/Rama-Sarkhel.jpg)
রমা সরখেল কোনো চরিত্রের নাম নয়। অজ্ঞাত প্রেরণাশক্তির নির্বিশেষ প্রতীক। পতন অভ্যুদয়, বন্ধুর পন্থায় সংসারে যুগ যুগ ধাবমান যাত্রীদের কেউ কেউ এর ডাক শুনতে পায়। হাতে মেলে রমা সরখেল-এর টেলিফোন নম্বর। এ উপন্যাসে সাধারণ এক গৃহবধূর কথা বলা হয়েছে, যে মন্ত্রের আহ্বান শুনেছিল। কারো স্মৃতিভ্রষ্টতা, কারো কঠিন রক্তরোগের বিরুদ্ধে লড়াই এর পথে রমা সরখেল-এর আকস্মিক সাক্ষাৎ-এর ভাষ্য নিয়ে এ আখ্যান। সমান্তরালে, দেশকালের প্রশাসন ও দল রাজনীতির নানা ক্ষমতার বলয়। সূক্ষ্ম ইঙ্গিতে নানাস্তরীয় বয়ানে উপন্যাসটির কাঠামো গাঁথা।