![RABINDRA KOBITAR BIVINNO DHARA [ Semanti Ghosh ]](files/DKJHGURF.png)
আলোর স্রোতের জোয়ারে যখন মন উদ্বেলিত হয়, তখন সেই আলোর উৎসকে চোখে দেখা যায় না,শুধু অনুভব করা যায়।আমার পরম প্রিয় সই কবি আলো ঘোষও ঠিক সেইরকম। প্রচারবিমুখ কবির পরিচয় শুধুমাত্র কবিতাই।আত্মপ্রকাশে ঘোর অনীহা। এমনকি কোনো ম্যাগাজিনে বা কবিতার বই ছাপানোয় বার বার প্রত্যাখান করেছে, কবি বান্ধবী। কিন্তু আজ সে তার বিধি নিষেধের বেড়াজালের ওপারে। হরিহর আত্মা ছিলাম আমরা। তাই আত্মতুষ্টির জন্য আলোকে ছড়িয়ে দিতে মন চাইল।ক'তো কবিতা আমার ছবির অভিব্যক্তির ওপরও লিখেছে, কবি সই আমার! তার সংখ্যাতীত কবিতার মধ্যে কিছুমাত্র কবিতা নিয়ে এই সংকলন। আলোর কবিতার দ্যুতির মূর্ছনায় স্নাত থাকুক তার পুরোনো,নতুন পাঠককুল। এই প্রত্যয় নিয়েই গঙ্গাজলে গঙ্গাপূজা সারলাম।আলোর কবিতার ফুলকি সব পাঠকের অন্তরকে জোনাকি করে রাখবে, এ আমার(আলোর পাখি) স্থির বিশ্বাস।
Language