
বিস্মৃত বাঙালির সিরিজের প্রথম বই ‘প্রিন্স গোবর গোহ’। দেশে তো বটেই,
এমনকি বিদেশের মাটিতে দুনিয়ার ডাকসাইটে কুস্তিগিরদের চিৎপাত করেছিলেন
গোবর। তার জন্য খ্যাতি যেমন জুটেছে, তেমন চক্রান্তেরও শিকার হয়েছেন।
বিদেশে জল্পনার শেষ ছিল না মহাকায় এই ‘হিন্দু’ কুস্তিগিরকে নিয়ে। বিশাল
বপু মানে ঘটে বুদ্ধি কিছুনেই, এই ভুল ধারণাকেও নস্যাৎ করেছিলেন গোবর
গোহ। দেশি–বিদেশি সাহিত্য, সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানে তাঁর জ্ঞান মু
গ্ধ করেছিল
শ্বেতাঙ্গদের। অন্যদিকে ছিলেন প্রবল গান্ধীবাদী, দেশভক্ত। অতি সাধারণ জীবন,
কিন্তু অসাধারণ, মহোত্তর জীবন–দর্শনের দৃষ্টা ন্ত হয়ে থেকেছেন আজীবন।