
অতিলৌকিক ঘটনা বা অশরীরী উপস্থিতি কতটা যুক্তিসম্মত তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু ভয়ের গল্পের বিশ্বব্যাপী জনপ্রিয়তা নিয়ে কোনো সংশয় নেই। বাংলা ভাষায় এই মুহূর্তে ভূতের গল্প অথবা অলৌকিক গল্প লিখে খ্যাতি পেয়েছেন যে ক’জন লেখক, জয়দীপ চক্রবর্তী নিঃসন্দেহে তাঁদের অন্যতম। এই বইতে পাঠকের জন্যে আমরা সাজিয়ে দিয়েছি তাঁর সাম্প্রতিককালে লেখা চারটি প্রাপ্তমনস্ক ভয়ের কাহিনি। প্রথম শ্রেণীর চারটি পত্রিকায় গল্পগুলি প্রকাশ পেয়েছিল এবং প্রকাশমাত্রেই তুমুল জনপ্রিয় হয়েছিল পাঠকের কাছে। আমরা আশা রাখি, গ্রন্থাকারেও লেখাগুলি পাঠক-সমাদর পাবে।
শেষে একটিই কথা। আপনি যদি দুর্বল-চিত্ত পাঠক হন, তাহলে এই বই আপনার জন্যে নয়। আর হ্যাঁ, গা ছমছম নিশুত রাতে এ বই না পড়তে বসাই মঙ্গল।
