
পৃথিবীর অন্যতম প্রাচীন এপিক, মহাভারত। এই মহাসৌধের অলিন্দে অলিন্দে ধূসর, সূক্ষ্ম কিন্তু সম্ভাবনায় পূর্ণগর্ভ সহস্র ইঙ্গিত ছড়ানো। আদিপর্বের এক পরিচিত আখ্যান ও চেনা কিছু চরিত্রকে নতুন ভাবনায় উদ্ভাসিত করেছেন সৌরভ মুখোপাধ্যায় তাঁর ‘প্রথম প্রবাহ’ উপন্যাসে, দিয়েছেন নিজস্ব যুক্তির নির্মাণ। গতিময় যাত্রা, করুণ-গম্ভীর-শৃঙ্গার রসের সুচারু মেল, জীবন্ত চরিত্রায়ণ ও ধ্রুপদী ভাষার সাবলীল প্রয়োগ উপন্যাসটিকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। কথক ব্যাসদেব ও অনুলেখক গণপতির ভুমিকা ব্রেশ্টীয় নাটকের স্মৃতি উসকে দেয় অনিবার্যভাবে। মহাকাব্য-রসিক পাঠকের কাছে এই উপন্যাস এক অভিনব নিবেদন।