


শ্রী নীরেন্দ্রনাথ ভাদুড়ি। সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। পড়াতেন সংস্কৃত কিন্তু কৌতূহলবশত ডুব দেন তন্ত্রের অন্দরে। গভীর সাধনা ও অভ্যাসের ফলে দেশ ও বিদেশের নানাবিধ তন্ত্র ও তার প্রয়োগ তার নখদর্পণে। বিচিত্র অলৌকিক অভিজ্ঞতায় পরিপূর্ণ জীবন। এই বইয়ের একটি উপন্যাস ও দুটি বড় গল্প তারই প্রতিফলন।
বাংলা সাহিত্য জুড়ে এখন তন্ত্র নির্ভর কাহিনীর প্রাচুর্য। তা হলে কেন সেই বিষয়েই একটি নতুন চরিত্রের অবতারণা? তার কারণ নীরেন ভাদুড়ি মানেই বাজার চলতি অলৌকিক কাহিনী নয়, বরং অলৌকিকের এক এমন আনকোরা ডোজ যা বই পাড়ায় বিরল। বুদ্ধি দিয়ে অমোঘ শক্তির বিরুদ্ধে পাঞ্জা কষা। তাই তো ভাদুড়ি মশাই বলেন, "পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিক হল মানুষের বুদ্ধিমত্তা, তার ইন্টেলিজেন্স।"