এ মহাজীবন
উজান উপাধ্যায়
আমি এক অদ্ভুত প্রেম ভাবি, ছাউনির দায়বদ্ধ ঋণে যেখানে আকাশ রোজ দেখে যায় নিরাপত্তা অটুট কিনা। আমি খোঁজ পাই- ঘুম চুরি হয়ে গেছে গাছেদের, প্রেমিকের, প্রেমিকার- কবিও রাত্রি জাগে গৃহস্থ মাটির সাথে, বাসভূমি রাত জাগে- জলমগ্ন স্মৃতিছায়া- স্বীকারোক্তি ফেনা তোলে - বিষাদের শরীর শীতল-
আমাদের জনপদে গ্রামীণ স্বভাবগুলো এখনও সময় পেলে পাটপাতা ভাজে, নিম ও বেগুন সেজে কাচা হলুদের রঙে চোখে চোখে জড়িয়েছে মধু।
আমার প্রেমের নামে বেপরোয়া নব গৃহবধূ। জিনস স্কার্ট উদ্ধত শাড়ি- আমাদের হারিয়ে যাওয়া লোকায়ত বাড়ি-
বুদ্ধির যুদ্ধে, যুদ্ধ ও শুদ্ধির দাম্ভিক নির্মাতা ঢেলে দেয় মদ, আমাদের প্রেম হোক নির্বাণের করুণ রসদ।
আমার যে প্রেম , কাঙ্ক্ষিত গ্রহচিত্রে ঢেলে দেয় কালো কফি, অভ্যাসের স্নায়ুসিদ্ধ চা- ........................................................
