![Namah Shivay [Suchetana Sen Kumar]](files/jhdjfgds.png)
এক দীর্ঘদেহী জটাধারী পুরুষ হেঁটে চলেছেন রেখাহীন পথে; তার ত্রিশূলের আগায় তিনি ধারণ করেছেন বিশ্বকে। হাতের ডমরুর নাদ ধীরে ধীরে দিকে দিকে প্রতিধ্বনিত হয়ে প্রাণপ্রতিষ্ঠা করছে ব্রহ্মাণ্ডে। তারপর সযত্নলালিত সেই সৃষ্টিকেই নিজে হাতে ধ্বংস করতে তিনি মেতে উঠেছেন তাণ্ডবে।
তার বিভিন্ন করণের মাধ্যমে লয় পাচ্ছে সমগ্র বিশ্ব।
এক প্রগাঢ় অন্ধকার!
ঠিক তারপরেই আবার আলোর এক বিস্ফোরণ... সৃষ্টি পালন আর ধ্বংসের চক্রের পুনরাবৃত্তি।
সিন্ধুসরস্বতী সভ্যতা থেকে লিঙ্গোপাসনা, আগম, পুরাণ লৌকিকতার পথ ধরে তার বিবর্তনের যে রূপরেখা তাকেই ধরার এক সামান্য প্রয়াস— ‘নমঃ শিবায়’।