![Monobitan [Ed. Piyali Mitra Chandra]](files/Manobitan.jpg)
"ছোট প্রাণ ছোট ব্যথা,
ছোট ছোট দুঃখ কথা
নিতান্ত সহজ সরল,
সহস্র
বিস্মৃতিরাশি প্রত্যহ
যেতেছে ভাসি
তারি দু-চারটি অশ্রু জল।
নাহি বর্ণনার
ছটা ঘটনার ঘনঘটা,
নাহি তত্ত্ব
নাহি উপদেশ।
অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ
করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ।"
-রবীন্দ্রনাথ ঠাকুর
হ্যাঁ রবিঠাকুর তাঁর ছোটো গল্পের বর্ণনায় এই কবিতাটি লিখে ছিলেন। কেন জানিনা এই অনুকবিতার সংকলক হিসাবে প্রথমেই আমার এই কটি লাইন মনে এলো। মনে হলো আমাদের অতি ছোটো, অতি সামান্য যেসব অনুভূতি অজান্তেই আমাদের মনে ভিড় করে এবং অচিরেই সেসব অনুভূতি শব্দ চয়নের মাধ্যমে ছোট কবিতা বা অনু কবিতার আকার নেয় সেগুলিই এই সংকলনের সম্পদ। এই সম্পদের অধিকারী যারা তাঁদের প্রতি রইলো কৃতজ্ঞতা। আর যাঁদের ছাড়া এই সম্পদের প্রাণ প্রতিষ্ঠা হয়না সেই সব পাঠকের জন্য রইলো অকৃত্রিম শুভেচ্ছা। এখন অপেক্ষা শুধু পাঠকের স্পর্শের।