
Description
রবীন্দ্রনাথের কবিতা-বিষয়ে তিরিশের দশকের কবিদের সমালোচনাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের সঙ্গে তাঁদের সম্বন্ধ-নির্ণয়ের সূত্র খুঁজতে চাওয়া হয়েছে ‘কবির চোখে কবি’ বইটিতে। জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু আর বিষ্ণু দে হলেন সেই পাঁচজন কবি, যাঁদের প্রত্যেকের রবীন্দ্র-সমালোচনা নিয়ে এ-বইয়ের এক-একটি অধ্যায় গড়ে উঠেছে। এঁদের সমালোচনা বিশ্লেষণ করে বুঝতে চাওয়া হয়েছে এঁদের আধুনিকতার ধারণার নিজস্বতা আর তারই সঙ্গে জড়িয়ে থাকা রবীন্দ্রপ্রভাবের সঙ্গে এই কবিদের সংঘর্ষের স্বরূপ। সেসব লেখা থেকে রবীন্দ্রনাথকে আর-একভাবে জানি, সেইসঙ্গে আলোচক কবিদেরও কবিমানসের খোঁজ পেয়ে যাই। এ-বই তাই একই সঙ্গে রবীন্দ্রনাথকে, আধুনিক কবিকুলকে আর বাংলা কবিতার গত শতকের আধুনিকতার ধরন বুঝে নেবার প্রয়াস। বিশ্বভারতীতে বাইশ বছর অধ্যাপনা করেছেন সুতপা ভট্টাচার্য। ‘কবির চোখে কবি’ বইটি তাঁর তিরিশের দশকের কবিদের রবীন্দ্রসমালেচনা’ নামে পিএইচডি উপাধির জন্য রচিত গবেষণা-সন্দর্ভ। বেশ কয়েকটি বইয়ের লেখক সুতপা ভট্টাচার্যের এইটিই প্রথম বই।

Kobir Chokhe Kobi