![Jatiyo Jagaran O Amritabazar Patrika [Ed. Soumya Basu]](files/rn-image_picker_lib_temp_d1c8c904-b1fc-4d40-b6f9-ca90c6dfafac.jpg)
সূচনাকাল থেকেই ভারতীয় সংবাদপত্র সাম্রাজ্যবাদী শাসনের বিরোধিতা করে এসেছে। যাঁরা এই কাজে মসি ধরেছিলেন, যাঁরা ছিলেন অগ্রপথিক, তাঁদের অন্যতম মহাত্মা শিশিরকুমার ঘোষ ও অমৃতবাজার পত্রিকা।
নিছক মফস্সলের কাগজ হিসেবে যে-সংবাদপত্রের আত্মপ্রকাশ, ক্রমে ব্রিটিশ সিংহের কঠোর সমালোচক হিসেবে রূপান্তরিত হয় ঘোষ ভ্রাতৃদ্বয়ের নিপুণ পরিচালনায়। ভারতের মুক্তিসংগ্রামের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে রেখেছে অমৃতবাজার। সচেতনভাবে সাদামাটা ভাষা ব্যবহার করে শিক্ষিত বাঙালির বৈঠকখানায় প্রবেশ করেছিল অবলীলায়। একসময় যা ছিল বাঙালির গর্বের প্রতিষ্ঠান, শতবর্ষ পার করেও কেন সেই প্রতিষ্ঠান হারিয়ে গেল কালের গর্ভে?
সেসব লুপ্ত ইতিহাস পুনরুদ্ধার করার প্রয়াস এই সংকলন।