![Irish Coffee, Achena Rumal [Sanhita Bandyopadhyay]](files/IRISH-COFFEE.jpg)
নয়ের দশকের বাংলা কবিতা এমনিতেই বহুমুখীনতায় বর্ণিল। তবুও এই দশকজুড়ে যে কয়েকজন কবি কেবলমাত্র আত্মগত তাগিদ, অনুভব-অনুভূতির উপর ভিত্তি করে কবিতা লিখে অচিরেই নিজস্ব একটি কাব্য জগৎ নির্মাণ করতে পেরেছেন, সংহিতা বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে শুধু অন্যতম নন, বরং বলা ভালো বিশিষ্টতম। সংহিতার কবিতার সবথেকে জোরালো দিক মৌলিকতা। যে মৌলিকতার অভাব এখন বাংলা কবিতায়। কোনো বিশিষ্ট দর্শনের মুখাপেক্ষী নাহয়ে এ কবির কবিতা ছিন্নভিন্ন মানুষের ব্যক্তিগত দর্শনের মুখোমুখি দাঁড় করায় পাঠককে। ফলে পাঠকও এই জাদুতে আচ্ছন্ন হয়ে পড়েন অনায়াসেই। নিজস্ব অনুভব-অনুভূতি থেকে উৎসারিত বোধটিকে তিনি এক আশ্চর্য ভাষায় প্রতিস্থাপিত করেছেন। যে ভাষা শুধুমাত্র মানুষের নয়, এই বিশ্বচরাচরের মিলিত হওয়ার ভাষা। সংহিতার কাব্যভাষায় যেমন আহ্বান আছে, তেমনি প্রত্যাখ্যানেরও কড়া রৌদ্রতপ। এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতার আড়ালে দীর্ঘশ্বাসের মতো ফুটে উঠেছে সম্পর্কহীন সম্পর্কের কথা।
স্মার্ট কাব্যভাষা, আত্মনিবেদনের অস্থিরতায় সমৃদ্ধ সংহিতা বন্দ্যোপাধ্যায়ের 'আইরিশ কফি, অচেনা রুমাল'।