![Golpo Olpo Swolpo [Sumana Saha]](files/GolpoOlpoSwalpoFront.jpg)
জীবনের পরতে পরতে কত রঙ, স্রোতের বাঁকে বাঁকে অজস্র রূপ। মেলার মত রঙিন এ-জীবনের উৎসব। মেলার ভিড়ে ঘুরতে ঘুরতে ভরে ওঠে অভিজ্ঞতার ঝুলি। অভিজ্ঞতার ঝুলিতে রাখা কথারা মনের রঙে রেঙে টক-ঝাল-মিঠে-নোনতা-তিক্ত-কষা হরেক স্বাদ ও গন্ধের গল্প হয়ে ওঠে। মানুষের মস্তিষ্ক যতদূর ভাবতে পারে, বাস্তবে ততদূর সম্ভব হতে পারে। তার বাইরেও কিছু থাকে পড়ে, যেখানে কল্পনাও পৌঁছতে পারে না। তাই প্রচলিত বচন আছে, মঞ্চের নাটকের থেকে জীবনের নাটক অনেক বেশি নাটকীয়। পথের এইসমস্ত টুকরো টাকরা পাথেয় সংগ্রহ করে কোথাও সত্যিকে লুকিয়ে, কোথাও মিথ্যেকে সত্যির মত করে পরিবেশন করাই গল্প। আর সেই গল্প যখন পাঠকের কল্পনায় রঙ ভরে দেয়, তখনই সার্থক হয় গল্প বলা।
বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত ও অপ্রকাশিত নানা স্বাদের দশটি গল্পের পশরা সাজানো হয়েছে এখানে। আসুন হে অনাগত পাঠক, জীবনের মেলায় ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার পরিচয় হোক গল্পের বুনটের মধ্যে, আপনাদের দু’চোখের তারায় জ্বলুক মেলার আলোর ঝিলিক, আনন্দের অশ্রুতে বা বেদনার গীতিতে।