পিউ হারিয়ে গেছে। তাকে খুঁজে বের করার দায়িত্ব নিয়েছে শৈবাল। ভয়ংকর সাইবার ষড়যন্ত্রের শিকার পিউ। অন্যদিকে শৈবালের মনের মানুষ সায়নী পথ-দুর্ঘটনায় অচৈতন্য প্রায় ছ’মাস ধরে। শৈবাল অপেক্ষায় থাকে সায়নীর জেগে ওঠার। তার বিশ্বাস সঞ্চারিত হয় মহুয়ার মধ্যেও। কোমায় অচৈতন্য সন্তানের পাশে লড়ে চলে মহুয়া। পিউয়ের বাবা নিরুপম সারাটা জীবন ধরে হারিয়েছেন তাঁর সব ভালবাসার মানুষদের। পিউকে কি খুঁজে বের করতে পারবে শৈবাল? সম্পর্কের টানাপোড়েনে কে কতটুকু হারে, জেতেই বা কতটা? মনের গহনে যে গোপন কুঠুরি, সেই ঘরেরই সন্ধান করে চলে ‘ঘরের ভিতর ঘর’ উপন্যাসের কুশীলবরা।