
বাংলা সাহিত্যের কোনো শাখাকে নিয়ে যদি বিশ্বের দরবারে গর্ব করতে হয় নিঃসন্দেহে সে বিষয়টি হবে ছোটগল্প। বিগত বাংলা শতাব্দীতে ছোটগল্প যেভাবে উন্মেষিত হয়ে বর্তমান রূপে এসে পৌঁছেছে, তার সেই ক্রমবিবর্তনের সৌন্দর্য গত একশ বছরের বিভিন্ন সময়ে প্রকাশিত বিভিন্ন লেখকের ছোটগল্পগুলিকে পাশাপাশি রেখে না পড়লে কিছুতেই উপলব্ধি সম্ভব নয়। এই সংকলনটির প্রকাশে সেই উপলব্ধি লাভের তাগিদই প্রধান কারণ। এই সংকলনে যে গল্পগুলিকে নির্বাচন করা হয়েছে, সেগুলি যে শ্রেষ্ঠ পর্যায়ের তা কেউ অস্বীকার করতে পারবেন না। ছোটগল্পের প্রথম সার্থক রূপ রবীন্দ্রনাথের হাতে। বিদগ্ধ সমালোচকেরা বিশ্বসাহিত্যের দশটি শ্রেষ্ঠগল্পের মধ্যে ‘ক্ষুধিত পাষাণ’কে অন্যতম মনে করেন। সেই কারণেই এই গল্পটিকে প্রথমে রেখে পরবর্তী গল্পগুলি সংকলিত হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, লীলা মজুমদার, গজেন্দ্রকুমার মিত্র, সুমথনাথ ঘোষ, সমরেশ বসু, বিমল কর, বুদ্ধদেব গুহ, সমরেশ মজুমদার, মতি নন্দী-সহ আরও প্রখ্যাত সাহিত্যিকদের সেরা গল্প বাছাই করে প্রকাশিত ‘একশ বছরের সেরা গল্প’ সংকলনটি।