
গোয়েন্দা কাহিনির প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন। এই ধরণের কাহিনিতে সাধারণত দুটি করে গল্প থাকে। এক, অপরাধী হত্যার মতো মারাত্মক কোনো ঘটনা ঘটায়, দুই, গোযেন্দা নানা সূত্র ধরে অপরাধীকে খুঁজে বের করে। সার্থক গোয়েন্দা কাহিনির পাতায় পাতায় থাকে শিহরণ, রোমাঞ্চ। গল্পটি শেষ না হওয়া পর্যন্ত লেখক পাঠকের কৌতুহলকে স্তিমিত হতে দেন না। বাংলা সাহিত্যে গোয়েন্দা কাহিনির সংখ্যা অসংখ্য। সেখান থেকে একান্নটি গল্প বেছে নিয়ে নিয়ে এই সংকলনটি সম্পাদনা করেছেন সুমন্ত চট্টোপাধ্যায়। সাহিত্যিক প্রফুল্ল রায় এই সংকলনের ভূমিকা লিখে সংকলটিকে আরো মূল্যবান করে তুলেছেন।