"বাড়ির ছোট্ট ছেলেটির মধ্যে হুটকরে কিছু যৌনাচারের ইঙ্গিত ফুটে উঠল, কিংবা হুটকরে সে নিজেকে সবার থেকে গুটিয়ে ফেলল। এরকম কিছু ঘটলে শিশুটির সাথে অবশ্যই কথা বলুন। একটি মেয়ের মতো একটি ছেলেও কিন্তু বিকৃত যৌনাচারের শিকার হতে পারে। মাসি,পিসি,বড়ো দিদি থেকে কাকিমা, জেঠিমা, মামিমার মতো কেউ একজন এখানে ভক্ষকের ভূমিকা পালন করে। আমার একজন বিখ্যাত সাংবাদিক বন্ধুর মুখে শুনেছিলাম যে তিনি অত্যন্ত ছোটোবেলায় তার দিদির বিকৃত যৌনাচারের শিকার হয়েছিলেন। ভদ্রলোক যখন আমাকে কথা গুলো বলছিলেন, তার গলা কাঁপছিল। আজ আমার মাতৃসমা একজন মহিলার কাছ থেকে জানতে পারলাম, একটি ছেলে নাকি দীর্ঘদিন ধরে নিজের মায়ের বিকৃত যৌনাচারের শিকার হচ্ছে। মা নাকি তাকে বুঝিয়েছে যে এটা একটা স্বাভাবিক ব্যাপার, এতে কোনো পাপ নেই।
আমার মতে প্রতিটি মানুষের মধ্যে বেদান্তের অমৃত বানী ছড়িয়ে দেওয়া দরকার।কারন মানুষ নিজের মনুষ্যত্ব হারিয়ে পশুতে পরিণত হয়েছে। এইভাবে চললে মূল্যবোধ বলে আর কিছু থাকবে না।"
-লেখিকা
![DHORSHONER SEKAL O EKAL [DEBASREE CHAKRABORTI]](http://boitoi.in/cdn/shop/files/DHORSHONER-SEKAL-O-EKAL.jpg?v=1739992952&width=1)