
জঙ্গলঘেরা মারাঠাওয়াড়ায় রেললাইনের ধারে পাওয়া গেল এক নারীর ছিন্নভিন্ন দেহ। সবাই জানত, এ-কীর্তি কাদের। কিন্তু কে রুখে দাঁড়াবে তাদের বিরুদ্ধে? ক'দিন পর, এক বর্ষণমুখর রাতে রেল স্টেশনে আশ্রয় নিল এক বালিকা। সেই রাতেই স্টেশনে এল দুশমনেরা।
তারপর কী হল?
ডার্ক ওয়েবের এক মহারথীর পতন চেয়ে কোনো নারী শরণাপন্ন হয় 'ক্লাব থার্টিন'-এর। কী ঘটে তারপর?
নারীমাংসলোলুপ এক ব্যবসায়ীর শিকার হওয়া কিশোরী'র দিদি হাত পাতেন 'ক্লাব থার্টিন'-এর কাছে। কী ব্যবস্থা করে তারা?
জ্যোৎস্নামাখা এক রাতে গল্পরা ডানা মেলে এক রেসর্টের ক'জন অতিথির মুখে। দনুজদলনের অবিশ্বাস্য, অথচ সত্যি কোন আখ্যান বলেন তাঁরা?
এমনই দশটি রোমাঞ্চকর কাহিনির সংকলন হয়ে আসছে 'দশ প্রহরণ'।
![Dash Praharan [Riju Ganguly]](http://boitoi.in/cdn/shop/files/DASH-PRAHARAN.jpg?v=1739998859&width=1)