![DANA [Sabyasachi Chakraborty]](files/1000028984.jpg)
![DANA [Sabyasachi Chakraborty]](files/1000028976.jpg)
"আজকে স্বীকার করতে বাধা নেই, নিষেধ বা ভয় নেই, আমি ভালোবাসি। কাউকে ভালোবাসি খুব করে। ভালোবাসি বলেই হয়ত সে নেই আমার কাছে। আসবে না আমার কাছে। কারণ তাকে কাছে রাখার জেদ নেই আমার।
সে অন্য কাউকে ভালোবাসে। ওদের ভালোবাসার কাছে আমি খুব ছোট্ট, লিলিপুট! ওদের সম্পর্কে মায়া আছেআমার। তাই আঁচড়াতে কামড়াতে ইচ্ছে করে না আমার। বরং ইচ্ছে করে সার, জল দিতে।
ভালোবাসলে তাকে সবসময় 'আমার' করতে নেই। ছাড়তে হয়। আর আমি তাকে ছাড়তে ছাড়তে লিখে গেছি শুধু। আমার কাছে, সে শুধু আমার। আর তার জন্য আমার সমস্ত লেখা। ডানা। ডানার জন্যই এই বই। হেমন্তের দুপুরের মনকেমনের মত কিছু লেখা রেখে দিয়েছি এই বইয়ে।"
- লেখক