
'আমাকে আনা হল লৌহকপাটের সামনে। ঘটাং। খুলল তালা। ৭২ ঘন্টার অবিশ্বাস্য অভিজ্ঞতার দুঃসহ বোঝা নিয়ে আমার অবসন্ন পা দুটো লৌহকপাটের চৌকাঠের বাইরে পা রাখল। বাইরে আমার স্বামী ও ননদ। আমরা সবাই বাকরুদ্ধ। ভয়ঙ্কর দুঃস্বপ্ন ভেঙে জেগে ওঠার পর অনেকক্ষণ সেই দুঃস্বপ্নের ঘোর যেমন আমাদের আচ্ছন্ন করে রাখে, ঠিক তেমনই আমাদের এই বাকরুদ্ধ অবস্থা। আমার শরীরটা কাঁপছে। আমার ননদ আমাকে জাপটে ধরে রেখেছে। আমি উপরের দিকে চাইলাম। আকাশ। সেই জন্ম থেকে শৈশব, কৈশোর, যৌবন, স্কুল, কলেজ, বিয়ে, সন্তান- সব কিছুর সাক্ষী এই আকাশ। এই নীল আকাশ। এই আকাশই আমার মুক্তি। আলোয় আলোয়। কিন্তু এই ৭২ ঘন্টার দুঃসহ অভিজ্ঞতার বোঝায় আমার কম্পিত পা দুটো এই যে মাটিতে পা রাখল, এই মাটি কি আমার?'