![Bornomoy Shilpi : Maqbool Fida Husain [Prasanta Da]](files/BarnomoyShilpi-Muqbul-Fida-Hossain-Front.jpg)
![Bornomoy Shilpi : Maqbool Fida Husain [Prasanta Da]](files/BarnomoyShilpi-Muqbul-Fida-Hossain-Back.jpg)
ভারতীয় শিল্পসংস্কৃতির অঙ্গনে গুরুত্বপূর্ণ শিল্পী মকবুল ফিদা হুসেন ছিলেন অপ্রতিদ্বন্ধী নায়ক। নিদারুন দারিদ্র্যের মধ্যে জীবন শুরু করেছিলেন হোর্ডিং পেইন্টার হিসেবে। প্রস্তর কঠিন সমস্যা সঙ্কটের মধ্যে দিয়ে পৌঁছেছিলেন হোর্ডিং পেইন্টার হিসাবে। প্রস্তর কঠিন সমস্যা সঙ্কটের মধ্যে দিয়ে পৌঁছেছিলেন খ্যাতির উত্তুঙ্গ শিখরে। স্বাধীনচেতা চিত্রকর নগ্ন সরস্বতী, হনুমান এঁকে এবং বিভিন্ন সময়ে বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বার বার। তা নিয়ে পত্র পত্রিকা, রাজ্য রজনীতিতে ঝড় উঠেছে, মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। প্রাণনাশের হুমকিও বাদ যায়নি। কিন্তু দৃঢ়চেতা নির্ভীক হুসেন কখনও কারোর কাছে মাথা নত করেননি। এ জন্যে তাঁকে দেশ ছাড়তে হয়েছিল। স্বেচ্ছা নির্বাসন নিয়ে কাতারের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। অন্যদিকে নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তৈরি করেছিলেন স্বকীয় সংবেদনশীল শিল্পভাষা। তাঁর অবদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সৃষ্টিশীল, বিতর্কিত, বর্ণময় চরিত্র। আকর্ষণীয় এই ব্যক্তিত্বের ঘটনাবহুল জীবনবৃত্তান্তের অনেক অজানা তথ্য উঠে এসেছে এই গ্রন্থে। আশা করি শিল্পরসিক পাঠক পুস্তকটি পাঠ করে খুশি হবেন।