![Bishader Pandulipi [Naveen Kishore, Tr. Netra Mukherjee]](files/BishaderPandulipi.jpg)
নবীন কিশোর কলকাতায় থেকেও আন্তর্জাতিক প্রকাশনার এক উল্লেখযোগ্য নাম। তাঁর কেরিয়ার শুরু করেছিলেন তিনি থিয়েটারের আলোকসম্পাত শিল্পী হিসেবে। পরবর্তীতে সিগাল বুকস এর কর্ণধার। প্রকাশনা, ছবি তোলা, চিত্র উৎসাহী (painting connoisseur) এগজিবিশন কিউরেটর ছাড়াও তিনি একজন আদ্যন্ত কবিতা লেখক। লেখেন মূলত ইংরেজিতে। তাঁর বই Knotted Grief প্রথম প্রকাশিত হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। পরবর্তীতে ভারতীয় সংস্করণ প্রকাশ করেন, স্পিকিং টাইগার সংস্থা। এর আগে বইটি ভারতীয় অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে। নবীন এর প্রাণের শহর ও কর্মভূমি কলকাতা। মাতৃভাষা বাংলা না হলেও প্রাণের আনন্দ, আত্মার আরাম, মনের শান্তির ভাষা বাংলা। তাই তাঁর ঐকান্তিক ইচ্ছে ছিল বাংলায় তর্জমা হোক এই বইটি।
বইটির ভরকেন্দ্রে রয়েছে কাশ্মীর। গুলিতে ঝাঁঝরা কাশ্মীর, টায়ারের পোড়া গন্ধে ভারী বাতাসের কাশ্মীর, চিনার পাতার স্তুপ এর মধ্যে গামবুটের হেঁটে যাওয়া কাশ্মীর, আবার ইস্কুলের পথে বাগানের থেকে আপেল চুরির কাশ্মীর নানা নিরীক্ষা থেকে নবীন যে কাশ্মীরকে গোটা বইয়ে বুনে তুলেছেন সেই কাশ্মীর বাঙালির বেড়ানোর বা বলিউড সিনেমার 'পিকচারসেক' কাশ্মীর নয় বরং জ্যান্ত, জীবন্ত, জনপদ, কাশ্মীর।
গোটা বইটিতে রয়েছে চাপা দমবন্ধ করা বিষাদ, রয়েছে অস্থিরতা, অবসন্নতা আবার কখনো কখনো আশাবাদও। গোটা বইয়ে কবিতালেখক হিসেবে তিনি নিজেকে নিপুণ শিল্পীর মতো লুকিয়ে রেখেছেন উইংস এর আড়ালে আবার আলোকসম্পাত শিল্পীর মুন্সিয়ানায় অন্ধকার মঞ্চের ওপর মাঝে মধ্যে ফেলছেন ঝলকানির আলো। সব মিলিয়ে এই বই এক অভিযাত্রা। নেত্রা মুখার্জির অসামান্য তর্জমা ও তর্পণ সরকারের চিত্রভাষায় বোনা, নবীন কিশোরের কবিতার বই, বিষাদের পাণ্ডুলিপি, পাঠককে অন্য এক অভিজ্ঞতার সন্ধান দেবে।