
বরাহনগর দর্পণ
শারদীয় সংখ্যা ১৪২৭ *২০২০
卐卐卐卐卐卐卐卐卐卐
এক অন্য আঙ্গিকে পুজো সংখ্যা ।
দ্বিশতবর্ষে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, শতবর্ষের আলোকে পন্ডিত রবিশঙ্কর,হেমন্ত মুখোপাধ্যায়,যূথিকা রায়,মোহিনী চৌধুরী, চিন্ময় লাহিড়ী, ভানু বন্দ্যোপাধ্যায় ।১২৫ বছরে স্বামী প্রণবানন্দ ।বিশিষ্ট ব্যক্তি স্মরণে।উপন্যাস ,প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, রম্য রচনা, রহস্য গল্প,সাক্ষাৎকার,স্বাস্থ্যকথা, সংস্কৃতি, ফ্যাশন, রান্না বান্না,খেলা, ভ্রমণ, আইন আদালত সমৃদ্ধ "বরাহনগর দর্পণ" শারদীয় ১৪২৭ *২০২০
বিশিষ্ট সাহিত্যিক, প্রবন্ধকার, লেখক ও লেখিকাদের সমৃদ্ধ। লিখেছেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, পবিত্র সরকার , প্রবীর কুমার দাস ঘোষ,অপূর্ব চট্টোপাধ্যায়,রেশমী মিত্র,জয়ন্ত দে, তনুশ্রী কাঞ্জিলাল মাশ্চরক, শ্যামসুন্দর গুই,দীপ মুখোপাধ্যায় ,ড: শঙ্কর ঘোষ, তপন বসু,বাসব চট্টোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, ডা:কাজল কৃষ্ণ বনিক , ডা: অরুণাভ লালা , শক্তিপদ বেরা, অপর্ণা মৌলিক,তাপসী রায়চৌধুরী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগন।
শুভ শারদীয়া পত্রিকা দিয়েই বরানগর দর্পণ পত্রিকার শুভ সূচনা হল। ভার্চুয়াল উদ্বোধন করলেন সদ্য আকাদেমি পুরস্কার প্রাপ্ত প্রবীণ সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়।