
বাবুলাল বণিক একজন নিতান্ত নগণ্য মানুষ, তাঁকে পাগল বললেও অত্যুক্তি হবে না। তথাপি সে এক দুঃসাহসিক পরীক্ষার জন্য আজীবন অপেক্ষা করেছে এবং জীবনে প্রথম সুযোগ পাওয়া মাত্র সর্বস্ব বাজি রেখে সেই পরীক্ষা দিতে নির্দ্বিধায় ঝাঁপ দিয়েছে। সে পরীক্ষায় কৃতকার্য হতে পেরেছে কিনা এ প্রশ্ন অবান্তর তবে সে তার একক পরীক্ষার মাধ্যমে এমন একটি প্রশ্নপত্র তৈরি করতে সমর্থ হয়েছে যার সমাধান না ক’রে মানুষ এবং মানুষের সভ্যতার পক্ষে একচুলও এগিয়ে যাওয়া সম্ভব নয়! তার কারণ, মানুষের সভ্যতাকে সভ্যতা বলে চিহ্নিত হতে চাইলে বাবুলালের প্রদর্শিত অবশ্যম্ভাবী প্রশ্নপত্রের মুখোমুখি দাঁড়াতে হবে; দ্বিতীয় কারণ, এ পর্যন্ত মানুষের ইতিহাস সেই কঠিন পরীক্ষায় বসবার সাহস দেখাতে পারেনি!