![Baba Samayel-er Diary [Rajat Subhra Karmakar]](files/BabaSamayelerDiary.jpg)
আলো অন্ধকারের মাঝের এক সমান্তরাল সমাজের খণ্ডচিত্র ফুটে উঠেছে এই উপন্যাসে। লেখা হয়েছে কিছু মানুষের কথা। কারা তারা? একটা হেরে যাওয়া মানুষ, যে আগে বিশ্বাস করত সিস্টেমের মধ্যে থেকেই সিস্টেমকে বদলাতে হবে, অ্যানার্কি কোন সমাধান হতে পারেনা, সে প্রতিশোধস্পৃহায় পাগল হয়ে বেছে নেয় একটা অভিশপ্ত পথ। এক সিস্টেমের মধ্যে বেড়ে ওঠা যুবক, যাকে কঠিন অনুশাসনের মধ্যে শেখানো হয়েছে রাষ্ট্র যা বলবে সেটাই শেষ কথা। সে মুখোমুখি হয় এক চরম সত্যের যা তার ঘষা কাঁচের দুনিয়া ভেঙে গুঁড়িয়ে দেবে। ক্ষমতাকে নিজের ইচ্ছেমত ব্যবহার করা কিছু লোক, যারা ভাবতে পারেনি কোনোদিন অতীতের একটি ঘটনার রেশ তাদেরকে ক্ষমতার অলিন্দ থেকে এনে ফেলবে মাটির ছয় হাত নিচে। আর রয়েছে কিছু গল্প। যা লেখা হয়েছে এমন একজনের ডায়েরিতে যে থেকেও নেই।