
বিশ্বের সবচেয়ে প্রাচীন ইতিহাসের মধ্যে ভারতের ইতিহাস অন্যতম। এই দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নারীদের স্থান আর্য্য সমাজে কতটা উন্নত ছিল। আর্য্য সমাজে মহিলাদের দেবী হিসেবে স্থান দেওয়া হত। সতী, সীতা, দ্রৌপদী, গান্ধারী, কুন্তী, শকুন্তলা, গার্গী, মৈত্রেয়ী, লীলাবতী, বিশ্ববারা, খনার নাম আজও উল্লেখযোগ্য। এই সকলের নারীরাও ধর্মতত্ত্ব, সাহিত্য, বিজ্ঞান, ব্রহ্মতত্ত্ব, জ্যোতির্বিদ্যা, গণিত, জোতিষশাস্ত্র সকলে বিদ্যায় পারদর্শী ছিলেন। পুরুষের পাশাপাশি এই সকল নারীরাও দৃঢ় চরিত্র ও মননের, উচ্চশিক্ষার অধিকারী ছিলেন। সেই সকল তথ্যসমৃদ্ধ এই বই আশা করি সকলের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে। নারীজীবনে শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ এই উপলব্ধি করে বহু মা-বোন-দিদি-কন্যারা আরও এগিয়ে যাবে। এই বই সকল নারীদের জীবন আলোকময় করে উঠুক এই কামনা করি ।