
রেনেসাঁ ম্যান বলতে যা বোঝায়, বাস্তবে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন ঠিক তাই। তাঁর প্রয়ানের সঙ্গে সঙ্গে নিভে গেছে বাঙালির শেষ নক্ষত্র, অতএব এখন শুধুই অন্ধকার।
কেবল সিনেমা কিংবা নাটক নয়, বাচিক শিল্প ও চিত্রশিল্পের অঙ্গনেও ছিল তাঁর ছিল অনায়াস গতায়াত। এহেন সৌমিত্র চট্টোপাধ্যায় কে নানা দৃষ্টিকোণ থেকে অনুপুঙ্খে দেখতেই 'অপরাজিত অপু' নামের এই বই, যার দুই মলাটের নীচে এমন কিছু ব্যক্তিত্বের উজ্জ্বল উপস্থিতি রয়েছে যা শুধু বিরল বা ব্যতিক্রমী নয়-একমাত্র বললেও কম বলা হয়।