![Ami Pakistaner Ek Hindu Meye O Anyanya Galpo [Debashree Chakraborty]](files/AmiPakistanerHinduMeye.jpg)
“আমি একজন কিন্তু অনেকের সমন্বিত যন্ত্রণা। আমি রচনা কুমারী, রিঙ্কেল কুমারী, মনীষা কুমারী এবং নাম না জানা আরও অনেক হিন্দু মেয়ে যাদের কে পাকিস্তানে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে। আমি তাদের পরিবারের ভয় আতংক এবং যে জ্বালা যন্ত্রণা তারা দিনের দিনের পর দিন বহন করে চলেছে। আমি সেই সব মেয়ের প্রতীক যারা দিনের পর দিন অবর্ণনীয় জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।বহুদিন হল আমার বাবা মা ফিরে গেছে ভারতে । আমি হারিয়ে গেছি পাকিস্তানের হাজার হাজার মানুষের মাঝে, আমার পরবর্তী প্রজন্ম প্রতিনিধিত্ব করবে
বসির খান খটকের পরিবারের হয়ে । আমি ত্রিশঙ্কু হয়ে ঝুলব শূন্যে কারণ আমি পাকিস্তানের সংখ্যা লঘু পরিবারের এক ধর্মান্তরিত মেয়ে ।”