Akhanda Nibaran Rachanabali [Edited by Swapan Kumar Thakur]
যিনি ইতিহাস রচনা করেন, ইতিহাসও অনেক সময় তাঁকে বিস্মৃত হয়। এর অন্যতম দৃষ্টান্ত নিবারণচন্দ্র চট্টোপাধ্যায়। নদিয়া জেলার কালীগঞ্জ থানার মাটিয়ারি গ্রামের মানুষ হলেও তিনিই সর্বপ্রথম কাটোয়ার ইতিহাস রচনা করেছিলেন, যা তাঁর প্রয়াণের পর ১৩২৫ বঙ্গাব্দে পুত্র সত্যেন্দুনাথ চট্টোপাধ্যায় কর্তৃক মাটিয়ারি গ্রাম থেকে প্রকাশিত হয়। নিবারণবাবু শুধু ইতিহাস রচনা করেননি, তিনি উনিশ শতকের বিশিষ্ট কবি ছিলেন। অথচ দীর্ঘদিন ধরে তিনি বিস্মৃতির অন্ধকারে আছেন। ১৯০২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় গৌরলীলার পূর্বাভাষকাব্য, সঙ্গীতমালা নামে গানের সংকলন। ১৯০৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়েছিল রাজভক্তি কাব্য। এছাড়া নানা বিচিত্র বিষয়ের উপর কবিতা রচনা করেন যা অধিকাংশ অপ্রকাশিত হয়ে আছে। এই প্রথম নিবারণবাবুর প্রকাশিত অপ্রকাশিত যাবতীয় লেখা নিয়ে সটীক অখণ্ড নিবারণ-সমগ্র প্রকাশিত হচ্ছে ‘কচি পাতা’ প্রকাশন থেকে।