
মহাপুরুষ, অবতারপুরুষ, দেশনেতাদের জীবনী রচনার ক্ষেত্রে বাংলা সাহিত্যে চিরস্মরণীয় লেখক অচিন্ত্যকুমার সেনগুপ্ত। শ্রীচৈতন্যের কৃপাতেই তিনি মহাপ্রভুর জীবনী লিখেছেন এই গ্রন্থে।
“ ‘কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার।’ আর কিছুই করবার নেই কলিকালে। শুধু নাম শোনবার জন্যে একটু কান পেতে থাকা। ভগবান নিজেই কাঙাল সেজে জীবের দ্বারে দ্বারে নাম বিলোতে বেরিয়েছেন। আমরা তাঁকে চাই না, কিন্তু তাঁর ভীষণ দায়, তিনি আমাদের চান।”
গৌরাঙ্গের সুবৃহৎ জীবনীগ্রন্থের তিনটি খণ্ড একত্রে পরিবেশন করা হয়েছে এই ‘অখণ্ড অমিয় শ্রীগৌরাঙ্গ’ গ্রন্থে।